পত্নীতলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল চেষ্টার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের হলাকান্দর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে জমিরুল ইসলামের ভোগদখলীয় জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হামলা চালিয়ে জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী আসাদুল ও তার লোকজনের বিরুদ্ধে।
এ ব্যাপারে আসাদুল ইসলাম সহ ১৫ জনকে অভিযুক্ত করে পত্নীতলা থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। রবিবার( ১ নভেম্বর) কোর্টে শুনানি হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী জমিরুল ইসলাম এবং বিবাদীগণের বাড়ী একই গ্রামে পাশাপাশি অবস্থিত। বাদীর পৈত্রিক ভোগদখলীয় জমি ভোগদখল করাকালে বিবাদীগন জোর পূর্বক ভাবে জবর দখল, বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে।
পরবর্তীতে সে উক্ত বিষয়ে কোর্টে মামলা করে । কোর্ট হইতে বিবাদীগনকে উক্ত জমিতে না যাওয়ার নিষেধাজ্ঞা প্রদান করে। কিন্তু বিবাদীগন উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে বাদী জমিরুল বাড়ীতে না-থাকার সুযোগে গত ২০ অক্টোবর সকাল অনুমান ১০.৩০ টার দিকে বিবাদীগন পূর্ব বিরোধের জের ধরিয়া হাতে করে লাটি সোটা লোহার রড নিয়ে বসতবাড়ীর ভিতরে অনধিকার প্রবেশ করিয়া তার মাকে উদ্দেশ্য করে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে, তার মা গালিগালাজ করতে নিষেধ করলে সকল বিবাদীগন তার মায়ের উপর উত্তেজিত হয়ে ওঠে এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং গলায় থাকা এক লক্ষ টাকা মূল্যের ০১ ভরি ওজনের স্বর্নের চেন ছিনিয়ে নেয় ।
পরিধেয় কাপড় টানা হিচড়া করিয়া শ্লীতাহানী করে। তার মায়ের ডাক চিৎকারে ছোট ভাইয়ের বৌ মেরিনা আগাইয়া আসলে বিবাদীগণ তার ভাই বৌকেও এলোপাতাড়ী ভাবে মারপিট করে পড়নের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী করে। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগন ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায় বলে অভিযোগে বলেন।
সরেজমিনে দেখা যায় বসত ঘরের সামনে রান্না ঘর ও গোয়ালঘর সহ ফাঁকা কিছু অংশ তারকাঁটা দিয়ে ঘেরাও করা আছে। স্থানীয়রা জানান জমি নিয়ে বিরোধের জেরে বিবাদী আসাদুল ও তার লোকজন ঘেরাও করে রেখেছে। স্থানীয়রা আরও জানান এই জমি নিয়ে একাধিকবার সালিশি বৈঠক বসলেও মিমাংসা না হওয়ায় এক পক্ষ কোর্টে মামলা করেছে।
বাদী জমিরুলের ভাই সমিরুল বলেন এই জমি আমরা অনেকদিন যাবত ভোগদখল করে আসছি হঠাৎ এসে বিবাদীরা বলে জমি নাকি তাদের এ বিষয়ে অনেক মিটিং হয়েছে তারা মিটিংয়ে উপস্থিত হয় না আদালতের তারিখে উপস্থিত হয় না কিন্তু বাড়ীতে হুমকি ধামকি গালিগালাজ ও অত্যাচার করে জোরপূর্বক তারকাঁটা দিয়ে জমি ঘেরাও করে দিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
বিবাদী আসাদুল তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন মারামারির কোন ঘটনা ঘটেনি আমার জমি আমি ঘেড়াও করেছি জমি ঘেরাও করতে গিয়ে মহিলা মহিলারা কথা কাটাকাটি হয়েছে।
শিহাড়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন তারকাঁটা দিয়ে ঘেরাও করার বিষয়টি দফাদার মারফত শুনেছি দফাদার তাদের নিষেধ করেছে তারা শুনেন নি।
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, অনেক দিন থেকেই এই জমি নিয়ে বিরোধ চলছে, থানায় একটি অভিযোগ দিয়েছে অভিযোগ পেয়ে আমাদের পুলিশ সদস্য গিয়েছিল, যেহেতু কোর্টে মামলা চলছে কোর্ট যে রায় দিবে সেটিই সঠিক হবে।