অবরোধের সমর্থনে রাবিতে জিয়া পরিষদের অবস্থান কর্মসূচী

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩; সময়: ৫:৩২ অপরাহ্ণ |
অবরোধের সমর্থনে রাবিতে জিয়া পরিষদের অবস্থান কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক, রাবি: আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে অবস্থান কর্মসূচী পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জিয়া পরিষদ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্বদ্যিালয়ের প্রশাসন ভবনের পাশে সমবেত হয়ে এক র‌্যালি নিয়ে মেইন গেটে অবস্থান কর্মসূচী পালন করেন তারা।

কর্মসূচিতে জিয়া পরিষদের নেতৃত্বে থাকা শিক্ষকবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আমরা গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি’র শান্তিপূর্ণ মহাসমাবেশে ক্ষমতাসীনদের নৃশংস হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সারাদেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাজার হাজার নেতাকর্মীর উপর হামলা, মামলা, গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এসময় চলমান আন্দোলনে নিহত ও আহত নেতাকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর নি:শর্ত মুক্তির দাবিও জানান তারা।

কর্মসূচিতে রাবি জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক কুদরত-ই-জাহানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবদুস সোবাহান হীরা, ম্যাটারিয়াল সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জি এম সফিউর রহমান, আরবী বিভাগের অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলীসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষাক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে