সুজানগরে অবরোধ বিরোধী বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩; সময়: ৫:১৫ অপরাহ্ণ |
সুজানগরে অবরোধ বিরোধী বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

এম এ আলিম রিপন, সুজানগর : পাবনার সুজানগরে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের নেতৃত্বে ৭ শতাধিক মোটরসাইকেল নিয়ে বের হওয়া শোভাযাত্রাটি সুজানগর পৌরসভা,উপজেলার সাতবাড়িয়া,মানিকহাট,ভাঁয়না নাজিরগঞ্জ,হাটখালী,দুলাই,তাঁতীবন্দসাগরকান্দি,আহম্মদপুর,রাণীনগর ইউনিয়নসহ স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের বলেন, অবরোধের বিরুদ্ধে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সুজানগর উপজেলার বিভিন্ন সড়কে অবস্থান করছেন। রাজপথে থেকেই দেশ বিরোধীদের নৈরাজ্য মোকাবেলা করা হবে। অবরোধের নামে সড়কে কোন নাশকতা নৈরাজ্য বিএনপি জামায়াতকে করতে দেওয়া হবেনা। নাশকতা রোধে আমাদের এই অবস্থান ও মিছিল। আমরা জনগণকে সাথে নিয়ে তাদের মোকাবেলা করব।

শোভাযাত্রায় আমিনপুর থানা আওয়ামীলীগের সভাপতি ইউসুব আলী, সুজানগর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, জেলা পরিষদের সদস্য আহমেদ ফররুখ কবির বাবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন,নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান খান, হাটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সাবেক প্রচার সম্পাদক রবিউল হক টুটুল,উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক শ্রী সুবোধ কুমার নটো, আ.লীগ নেতা মন্টু হাজারী,সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আফসার আলী, সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক সরদার আব্দুর রউফ, সাবেক আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, সাবেক উপ দপ্তর সম্পাদক রেজা মন্ডল, সাবেক সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক,আ.লীগ নেতা কুতুব, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,তাতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার আব্দুল কুদ্দুস,সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল,মানিকহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাজু,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম সোহাগ ও এন এ কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রেদোয়ান নয়ন সহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য অবরোধের ৩য় দিনেও সুজানগর উপজেলায় তেমন কোন প্রভাব পড়েনি। যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে খোলা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে