গোদাগাড়ীতে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩; সময়: ২:৫০ pm |
গোদাগাড়ীতে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে এলাকাবাসীর জনসচেতনতা বৃদ্ধির লক্ষে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুত নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার সকাল ৯ টা থেকে গোদাগাড়ী পৌরসভার অন্তর্গত ৫ নং ওয়ার্ডে অবস্থিত বুজরুক রাজারাম্পুর জয়ন্তী সংঘ ক্লাবের উদ্দ্যগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে সম্মানীত ব্যক্তিবর্গের অংশগ্রহনে ৫নং ওয়ার্ডসহ আশেপাশের ওয়ার্ডের ২৪০ জন বিভিন্ন বয়স ও পেশার মানুষ রক্তের গ্রুপ নির্ণয় ও অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহন করেন।

পাশাপাশি ভবিষ্যতে যেন ক্লাবের পক্ষ থেকে নিয়মিত এইরকম উদ্যগ গ্রহন করা হয় সেই বিষয়ে এলাকাবাসী মতামত ব্যক্ত করেন।

কর্মসূচি বাস্তবায়ন করতে সহযোগিতা করেন, গোদাগাড়ী ইসলামী হাসপাতাল, গোদাগাড়ী জেনারেল হাসপাতাল, মর্নিং স্টার সেমি ইংলিশ মিডিয়াম স্কুল, গোদাগাড়ী ইভেন্টস, আইটি উইন্ডো, এম. এ আর্ট প্রিন্টিং প্রেস, ডা. মো নাহিদ হাসান, মেডিকেল অফিসার গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও অন্যান্য চিকিৎসকবৃন্দ ।

ক্লাবের প্রস্তাবিত সভাপতি মো: মুরসালিন হক ও সহ-সাধারন সম্পাদক মো: আরিফুল ইসলাম তুষারের ঐকান্তিক প্রচেষ্টা ও সাধারন সদস্যদের সহযোগিতায় এই মহৎ উদ্যেগটি বাস্তবায়িত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে