নিয়ামতপুরে বাল্য বিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩; সময়: ২:৩৪ pm |
নিয়ামতপুরে বাল্য বিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী সংস্থা ব্র্যাকের উদ্যোগে উপজেলা পর্যায়ে বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ৬ নভেম্বর সোমবার বেলা ১১টার দিকে উপজেলা কমপ্লেক্স ভবনের হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর জেলা ব্যবস্থাপক হুমায়ন কবিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেডিক্যাল অফিসার ডাঃ তাজরিন তারিন, শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, নিয়ামতপুর সরকারী কলেজের প্রভাষক আমিনুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও সুরক্ষা কর্মসূচীর এ্যাসোসিয়েট অফিসার আফরোজা আইরিন প্রমূখ।

 

 

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে