গুরুদাসপুরে অবরোধে গাড়ি চালালেই পাচ্ছে খাবার ও ফুলের শুভেচ্ছা

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩; সময়: ৮:৩৭ অপরাহ্ণ |
গুরুদাসপুরে অবরোধে গাড়ি চালালেই পাচ্ছে খাবার ও ফুলের শুভেচ্ছা

এসএম ইসাহক আলী রাজু, গুরুদাসপুর : বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিনে অবরোধের মধ্যে মহাসড়কে গাড়ি চালালেই পাচ্ছেন খাবার পেকেট এবং ফুলেল শুভেচ্ছা। গাড়ি চালকদের অবরোধের মধ্যে উৎসাহ করতেই এমন ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজা এলাকায় তিনি দলীয় নেতা কর্মিদের নিয়ে খাবার পেকেট এবং ফুলেল শুভেচ্ছা জানান। মহাসড়কে এমন উপহার পেয়ে গাড়ি চালকরা আনন্দিত ও খুশি। ব্যতিক্রমি এমন উদ্যোগ নেওয়ার জন্য আওয়ামী লীগের এই নেতাকে ধন্যবাদ জানিয়েছেন গাড়ি চালকরা। এমন উদ্যোগে মহাসড়কে গাড়ি চালকদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা কাজ করবে বলে জানান শ্রমিক নেতারা।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন বলেন, বিএনপি জামাতের অবৈধ হরতাল-অবরোধ বিরুদ্ধে গাড়ি চালক ভাইদের উৎসাহিত করতেই এমন উদ্যোগ। বিএনপি জামাতের ডাকা অবরোধ জনগণ প্রত্যাহার করেছে। মানুষ এখন আর হরতাল অবরোধ চায়না। অবরোধের বিরুদ্ধে রাজপথে থেকে বিএনপি জামাতের নৈরাজ্য রুখে দিতে সব সময় রাজপথে থাকবেন বলেও তিনি জানান।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে