রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্তে শিশুর মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৩; সময়: ১২:৩৪ অপরাহ্ণ |
রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্তে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ নভেম্বর ) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যু শিশুর নাম খাদিজা খাতুন । সে রাজশাহীর চারঘাট উপজেলার আনোয়ার হোসেনের মেয়ে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, সে জ্বর নিয়ে গত ৮ নভেম্বর দুপুর আড়াইটার দিকে রামেক হাসপাতলের ২৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাত  ১ টা ২০ মিনিটের দিকে মারা যায়। তার ভ্রমনের কোন ইতিহাস নেই। সে অতিরিক্ত জ্বরে ভূগছিলো।

তিনি আরও জানান, ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত রামেকে ভর্তি হয়েছেন চার হাজার ৩৩৬ জন রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিন হাজার ১৪৯ জন। বাকিরা রাজধানীসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হয়েছেন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ১১৩ জন। বর্তমানে আরও ১৯৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে