দক্ষিণাঞ্চলের জন্য প্রধানমন্ত্রী অনেক কিছু করেছেন : মাশরাফি

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩; সময়: ৩:৫৪ অপরাহ্ণ |
দক্ষিণাঞ্চলের জন্য প্রধানমন্ত্রী অনেক কিছু করেছেন : মাশরাফি

পদ্মাটাইমস ডেস্ক : নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, খুলনার মহাসমাবেশ কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণের এই বিভাগের জন্য অনেক কিছু করেছেন।

জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়াইলের জন্য মধুমতি সেতু উদ্বোধন করেছেন। এ জন্য ধন্যবাদ জানাই। এছাড়াও বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বিভিন্ন ভাতা কার্ড করেছেন। দক্ষিণাঞ্চলের মানুষ আবারও বিপুল ভোটে প্রধানমন্ত্রীকে নির্বাচিত করবেন।

সোমবার (১৩ নভেম্বর) খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে দুপুর ১২টা ৫০ মিনিটে হেলিকপ্টারে খুলনা জেলা স্টেডিয়ামে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিকেলে সাকিট হাউস মাঠে বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

এদিকে সোমবার (১৩ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে মহাসমাবেশ শুরু হয়। সমাবেশে বক্তৃতা দিচ্ছেন দলের কেন্দ্রীয় নেতারা। সমাবেশে সভাপতিত্ব করছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।

মহাসমাবেশে যোগ দিতে সকাল থেকে খুলনাসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিলসহ সার্কিট হাউস মাঠে জড়ো হন। এখনো বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের মিছিল আসছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে