নৈ’রাজ্য হলে পুলিশ কঠোর অবস্থান নেবে : ডিএমপি কমিশনার

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩; সময়: ৬:১৯ অপরাহ্ণ |
নৈ’রাজ্য হলে পুলিশ কঠোর অবস্থান নেবে : ডিএমপি কমিশনার

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, পুলিশ তা-ই করবে।

আন্দোলনের নামে কোনো নৈরাজ্য বা বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন হলে পুলিশ সে আন্দোলনে সহযোগিতা করবে।

বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে দুপুর ১টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন ভবনে পৌঁছান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘পুরো নিরাপত্তাব্যবস্থা দেখার জন্য আমি এখানে এসেছি। এটাই এখানে আসার আমার মূল উদ্দেশ্য। তফসিল ঘিরে নির্বাচন কমিশন ও নগরবাসীর নিরাপত্তায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে তল্লাশি নিয়ে নিরাপত্তার বিষয় দেখলাম।’

রাজনৈতিক দলের অবরোধ নিয়ে তিনি বলেন, ‘আন্দোলন যদি নিয়মতান্ত্রিক হয় তাহলে পুলিশ নিরাপত্তা বিধান করবে।’

এদিকে তফসিলের সময় যত এগিয়ে আসছে ততই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও বৃদ্ধি পাচ্ছে। পুলিশ ও র‍্যাবের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে