স্মার্ট বাংলাদেশ বিনির্মানে রাবিতে মতবিনিময় সভা

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩; সময়: ৫:২৮ অপরাহ্ণ |
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে রাবিতে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে বৃহস্পতিবার (১৬ই নভেম্বর) স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় মূল্যবান মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি বক্তব্য প্রদান করেন (অনলাইন জুম প্ল্যাটফর্মে) এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব), জনাব মোঃ মামুনুর রশীদ ভূঞা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর জনাব মোঃ ইলিয়াস হোসেন, অর্থনীতি বিভাগ এবং সভাপতি হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন ড. ফরহাদ জাহিদ শেখ, চীফ ই-গভর্ন্যান্স স্পেশালিষ্ট, এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

সভায় স্মার্ট বাংলাদেশের ৪ টি পিলারের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোঃ আব্দুল্লাহ- আল-জুবাইর শাওন, এইচডি মিডিয়া অ্যাসোসিয়েট এবং সঞ্চালনায় ছিলেন শাকিলা আক্তার, এইচডি মিডিয়া অ্যাসিসটেন্ট।

উক্ত অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা (স্মার্ট সিটিজেন, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ) এবং কেমন দেখতে চান আগামীর স্মার্ট বাংলাদেশ সে বিষয়ে শিক্ষার্থীরা তাদের মতামত প্রকাশ করেন এবং সম্মানিত শিক্ষকবৃন্দরা তাদের মূল্যবান অভিমত ও পরামর্শ প্রদান করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে