হেডে ভর করে ফাইনালে অস্ট্রেলিয়া
পদ্মাটাইমস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সবচেয়ে বড় শত্রু ‘সেমি ফাইনাল’? লাইনের শেষটায় বোধহয় প্রশ্নবোধক চিহ্ন না দিলেও হয়! পাঁচবার ওয়ানডে বিশ্বকাপের সেমিতে খেলেও ফাইনালের টিকিট কাটতে পারেনি প্রোটিয়ারা।
এবারের আসরে শুরু থেকেই দাপুটে ক্রিকেট খেলেছে, কিন্তু সেই সেমিতে এসে আরো একবার থামতে হলো বাভুমার দলকে। চোকার্সদের ৩ উইকেটে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী হয়েছে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২১২ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
দলের হয়ে সর্বোচ্চ ১০১ রান করেছেন মিলার। তাছাড়া ৪৭ রান এসেছে হেনরিখ ক্লাসেনের ব্যাট থেকে। অজিদের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক।
জবাবে খেলতে নেমে ৪৭ ওভার ২ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। তাদের হয়ে সর্বোচ্চ ৬২ রান এসেছে ট্রাভিস হেডের ব্যাট থেকে। তাছাড়া ৩০ রান করেছেন স্মিথ। প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন জেরাল্ড কোয়েটজে ও তাবরাইজ শামসি।
অজিদের এই জয়ে সবচেয়ে বড় অবদান ট্রাভিস হেডের। ব্যাটে-বলে পারফর্ম করেছেন এই অলরাউন্ডার। শুরুতে বল হাতে ২১ রানের বিনিময়ে শিকার করেছেন ২ উইকেট।
এরপর ব্যাটিংয়ে ইনিংস ওপেন করতে নেমে উড়ন্ত শুরু এনে দিয়েছেন দলকে। সাজঘরে ফেরার আগে তুলে নিয়েছেন ফিফটি। সবমিলিয়ে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে।