রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩; সময়: ১২:২৮ অপরাহ্ণ |
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পদ্মাটাইমস ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ১১টার দিকে বঙ্গভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছলে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও ফার্স্ট লেডি ড. রেবেকা সুলতানা।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার বেলজিয়ামের ব্রাসেলসে ‘গ্লোবাল গেটওয়ে সম্মেলন’ এবং সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেয়ার বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় প্রধানমন্ত্রী সফর সংক্রান্ত দুটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন। রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন সফল দুই সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নেন। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ব্যক্তিগত গাড়িতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।

সেখানে দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। পরে সরকারি গাড়িতে করে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শেখ হাসিনা।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নিজের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীর কার্যালয় থেকে শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে