‘জীবনেও রাজনীতি করব না’, সাকিবের পুরোনো পোস্ট ভাইরাল

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩; সময়: ১১:১১ পূর্বাহ্ণ |
খবর > খেলা
‘জীবনেও রাজনীতি করব না’, সাকিবের পুরোনো পোস্ট ভাইরাল

পদ্মাটাইমস ডেস্ক : ‘আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না এবং আমার জীবনে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছাও নেই।’ ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর ফেসবুকে দেওয়া জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানের এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।

ওই পোস্টটি ভাইরাল হওয়ার বেশ কারণ রয়েছে। কেননা, তিনি ওই সময় ঘোষণা দিয়ে বলেছিলেন, তিনি জীবনেও রাজনীতিতে জড়াবেন না।

অথচ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। একটি নয়, দুটি নয়, তিন তিনটি আসনের। অর্থাৎ তিনটি আসন থেকে নির্বাচন করতে চান ক্রিকেট বিশ্বের এই অলরাউন্ডার।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় তার মনোনয়ন ফরম নেওয়ার খবর প্রকাশ হতেই পুরনো ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন অনেকেই।

এর আগে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাকিবের পক্ষে ফরমগুলো সংগ্রহ করা হয়। আসনগুলো হলো, ঢাকা-১০, মাগুরা-১ ও ২।

ভাইরাল হওয়া ওই ফেসবুক পোস্টে সাকিব আরও লিখেছিলেন, ‘আমাকে নিজের অবস্থান স্পষ্ট করতে দিন। আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না এবং আমার জীবনে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছাও নেই।

আমাকে বোর্ড সভাপতি (পাপন) অনুরোধ করায় আমি ক্রিকেট দলের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে গিয়েছিলাম এবং সেখানে রাজনীতি নিয়ে একটি শব্দও বলিনি। তাই সবাইকে বলব যে- আমাদের মিডিয়াকে বিশ্বাস করবেন না। আশা করি নিজের বিষয়টা পরিষ্কার করতে পেরেছি।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে