নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ইংরেজি বিভাগের সেমিনার

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩; সময়: ৭:৫৯ অপরাহ্ণ |
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ইংরেজি বিভাগের সেমিনার

নিজস্ব প্রতিবেদক : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘মাস্টারিং ইংলিশ কমিউনিকেশন ইউ’র গেটওয়ে টু সাকসেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে কনফারেন্স রুমে সেমিনারের আয়োজন করা হয়। এতে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন মার্কিন যুক্তরাষ্ট্রের (ইউএসএ) ইংলিশ ল্যাংগুয়েজ ফেলো, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ফ্যাকাল্টি (গেস্ট) হিসেবে কর্মরত মার্থা জে. লেডি।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস। ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নবনিতা ভট্টের সভাপতিত্বে সেমিনার বিভাগের প্রফেসর কলা ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর আব্দুর রউফ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। সেমিনারটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক মাশা আল আইরিন খান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে