রুয়েট শিক্ষার্থীদের আইডিয়া বাস্তবায়ন করবে ইনোভেশন হাব

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩; সময়: ৫:২৯ অপরাহ্ণ |
রুয়েট শিক্ষার্থীদের আইডিয়া বাস্তবায়ন করবে ইনোভেশন হাব

নিজস্ব প্রতিবেদক : আইসিটি মন্ত্রনালয়ের মাধ্যমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্থাপিত ‘ইনোভেশন হাব’ বাস্তবায়ন করছে শিক্ষার্থীদের নিত্য নুতন আইডিয়া।

এখানকার শিক্ষার্থীদের ইনোভেটিভ আইডিয়াগুলোকে ইন্ডাস্ট্রিয়াল ও বানিজ্যিক পর্যায়ে নিয়ে যেতেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে এটি।

সোমবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আইসিটি মন্ত্রনালয়ের কনসালটেন্ট এবং রুয়েটের বিভিন্ন ইনোভেশন সোসাইটির উপদেষ্টা ও শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এ আশাবাদ ব্যক্ত করেন।

সভায় আইসিটি মন্ত্রনালয়ের কনসালটেন্ট ড. অনন্য রায়হান বলেন, রুয়েটে স্থাপিত ইনোভেশন হাবের মাধ্যমে শক্ষার্থীরা তাদের ইনোভেটিভ আইডিয়াগুলোকে প্রোটোটাইপ এবং চুড়ান্ত প্রডাকশনে নিয়ে যেতে পারবে। এজন্য আইসিটি মন্ত্রনালয় শিক্ষার্থীদের প্রয়োজনীয় পরামর্শ ও আর্থিক সহযোগিতা দিবে।

পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিলচালক ও ইনোভেশন হাবের ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. মিয়া জগলুল সাদতের সভাপতিত্বে সভায় গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. ফারুক হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়াল, আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. ইমদাদুল হক উপস্থিত ছিলেন।

সভায় রুয়েটের শিক্ষার্থীদের নিয়ে গঠিত বিভিন্ন সোসাইটি ও ক্লাবের উপদেষ্টা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে