পার্লামেন্টে আমাকে খুব ধোলাই করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩; সময়: ৩:০৯ অপরাহ্ণ |
পার্লামেন্টে আমাকে খুব ধোলাই করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে কিছুদিন আগে পার্লামেন্টে তাকে খুব ধোলাই করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ভোক্তা-অধিকার নিয়ে সচেতনতা শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, আলুর উৎপাদনের সঠিক হিসাব কৃষি মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে আসছে না।

চিনির দাম নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ৪২ টাকার শুল্ক কমানোর পর কেজিপ্রতি ১ টাকা ৫ পয়সা থেকে ৩ টাকা পর্যন্ত চিনির দাম কমার কথা ছিল। কিন্তু ডলারের দাম আবার বাড়ায় তা সম্ভব হয়নি।

ভোক্তা আইন নিয়ে তিনি বলেন, ভোক্তারা যেন জানে এটি তাদের অধিকার। মানুষ এই আইন সম্পর্কে কম জানে। জনগণ নিজের অধিকার সম্পর্কে জানলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়।

জনগণের সিন্ডিকেট হলে আর কোনো সিন্ডিকেট পাত্তা পাবে না বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

ডিমের দাম নিয়ে তিনি জানান, ব্যবসায়ীদের অধিক মুনাফার কারণেই এতদিন ডিমের দাম কমেনি।

তবে গরুর মাংস আমদানি করে দেশের খামারিদের লোকসানের মুখে ঠেলে দেয়া হবে না বলে জানিয়েছেন টিপু মুনশি।

এর আগে গত জুনে জাতীয় সংসদ অধিবেশনে নিত্যপণ্যের দামের উর্ধ্বগতি নিয়ে বিরোধীদলের তোপের মুখে পড়েন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সিন্ডিকেটের মাধ্যমে বাজার কারসাজিতে বাণিজ্যমন্ত্রীই জড়িত, বিরোধীদের এমন দাবির পরিপ্রেক্ষিতে প্রয়োজনে নিজে পদত্যাগে প্রস্তুত বলেও জানান টিপু মুনশি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে