রাবির সমকাল নাট্যচক্রের নেতৃত্বে হাদী-সানজিদ

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৩; সময়: ৫:২৯ অপরাহ্ণ |
রাবির সমকাল নাট্যচক্রের নেতৃত্বে হাদী-সানজিদ

নিজস্ব প্রতিবেদক, রাবি : লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী এম এ হাদীকে সভাপতি ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সানজিদ সালভিকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সমকাল নাট্যচক্রের ২০২৩-২৪ সেশনে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গত শুক্রবার (২৪ নভেম্বর) রাকসু ভবনে অবস্থিত সমকাল নাট্যচক্রের নিজস্ব মহড়া কক্ষে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি আউয়াল হোসেন আশিক, সহ-সাধারণ সম্পাদক জনি মিয়া, সাংগঠনিক সম্পাদক আফসারা মাহাজাবিন, সহ-সাংগঠনিক সম্পাদক সোলাইমান গাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান ফেরদৌস, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শিউলি দেবনাথ, অর্থ সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক রিন্টু তনচংগ্যা এবং শিক্ষা গবেষণা ও তথ্য সম্পাদক এলেন আশরাফী।

উল্লেখ্য, ১৯৮১ সালের ২৫ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু সমকাল নাট্যচক্রের। শ্যামল ভাদুড়ীর তথাপি সূর্য আসে নাটক মঞ্চস্থের মধ্য দিয়ে সমকালের নাট্যচর্চা শুরু।

‘নাটক শাণিত হচ্ছে, শোষকেরা সাবধান’ এই স্লোগানকে সামনে রেখে বিগত ৪২ বছর ধরে রাবি ক্যাম্পাসে নাট্যচর্চা করে যাচ্ছে এই সংগঠনটি।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে