রাবির অ্যাকাউন্টিং বিভাগের কার্নিভাল ৮-৯ ডিসেম্বর

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৩; সময়: ১০:৩৪ পূর্বাহ্ণ |
রাবির অ্যাকাউন্টিং বিভাগের কার্নিভাল ৮-৯ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২৩ তম ব্যাচের ক্রেডিট কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে আগামী ৮-৯ ডিসেম্বর। এই ক্রেডিট কার্নিভালে আসছে জনপ্রিয় ব্যান্ড অড সিগনেচার।

আগামী ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে বেলা ৪ টায় এই ক্রেডিট কার্নিভাল শুরু হবে। অনুষ্ঠানে সঙ্গীতদলের পারফর্ম শুরু হবে সন্ধ্যা ৬.৩০ টায়।

অনুষ্ঠানে সংগীতদলের মধ্যে মূল আকর্ষন “অড সিগনেচার” ছাড়াও মঞ্চ মাতাতে থাকছে “হার্মেস দ্যা ব্যান্ড” এবং “অর্কা” ব্যান্ডদ্বয়।

এই ক্রেডিট কার্নিভালকে অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থীরা বলছেন ‘প্রহরের পরিশেষে তেইশ’। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের ২৩তম ব্যাচ অর্থাৎ ৪র্থ বর্ষের শিক্ষার্থী কর্তৃক আয়োজিত ক্রেডিট কার্নিভালে প্রথম বারের মত আউটডোর কোনো অনুষ্ঠানে মাতাতে আসছে জনপ্রিয় ব্যান্ড অড সিগনেচার, এই শীতের রাতে অন্ধকারের জোনাকিদের সাথে একই আসরে সবাইকে নিয়ে মাততে চান আয়োজক ২৩ ব্যাচের শিক্ষার্থীরা।

অনুষ্ঠিতব্য এই ক্রেডিট কার্নিভালের সহযোগী হিসেবে থাকছে টাইটেল ম্যাক্রোম্যান সল্যুশন, টুয়েলভ ক্লোথিং, এসিআই এবং মারস এডুকেশন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে