রাজশাহীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পিটিয়ে হাত ভাঙ্গল নৌকার কর্মীরা

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩; সময়: ১:০৮ পূর্বাহ্ণ |
রাজশাহীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পিটিয়ে হাত ভাঙ্গল নৌকার কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হাত ভেঙ্গে দিলো নৌকার কর্মীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মাড়িয়া গ্রামে।

আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের নাম আব্দুর রাজ্জাক (৩১)। তিনি যুবলীগ নেতা। মঙ্গলবার রাতে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের ব্যানার টাঙ্গাতে গিয়ে তিনি এ হামলার শিকার হন। আহত রাজ্জাককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুর রাজ্জাক মাড়িয়া গ্রামেন মৃত আফসার আলীর ছেলে।

এ হামলার ঘটনায় দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

আহত রাজ্জাকের সহপাটি চাঁন মিয়া ও আলামিন জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে তারা কয়েকজন মিলে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের একটি ব্যানার নিয়ে মাড়িয়া মৃধা পাড়ার তিন রাস্তার মাথায় যাই। এরপর রাজ্জাক একটি গাছে উঠে ব্যানার ঝুলানোর জন্য রশি বাঁধতে।

এসময় ব্যানারটি ঝুলিয়ে রাজ্জাক নিচে নেমে আসলে নৌকার সমর্থক মাড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লায়নের নেতৃত্বে মজিবর ও বেলালসহ কয়েকজন লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। লাঠির আঘাতে রাজ্জাকের হাত ভেঙ্গে যায়। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্গাপুর থানার ওসি খায়রুল ইসলাম বলেন, এমন ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে