ফুটবলের পর এবার নেটফ্লিক্সের সিরিজে মেসি-রোনালদোরা

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩; সময়: ৪:৪৮ অপরাহ্ণ |
খবর > খেলা
ফুটবলের পর এবার নেটফ্লিক্সের সিরিজে মেসি-রোনালদোরা

পদ্মাটাইমস ডেস্ক : ২০২২ সালের ১৮ ডিসেম্বর আর্জেন্টিনার শিরোপা উৎসবের মধ্য দিয়ে পর্দা নেমেছিল কাতার বিশ্বকাপের। তবে টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর রোমাঞ্চকর অভিযান নিয়ে প্রামাণ্যচিত্র প্রকাশ করতে যাচ্ছে স্ট্রিমিং কোম্পানি নেটফ্লিক্স।

সেখানে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, হ্যারি কেইনসহ বাকি দলের অধিনায়করা নিজের ও দলের অজানা সব গল্প নিয়ে হাজির হবেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) ‘ক্যাপ্টেইনস অব দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে ফিফা ২০২২ ফুটবল বিশ্বকাপ নিয়ে প্রামাণ্যচিত্রের ট্রেইলার প্রকাশ করেছে নেটফ্লিক্স। আগামী ৩০ ডিসেম্বর মূল সিরিজটি প্রকাশ করবে বিশ্বের সবচেয়ে বড় স্ট্রিমিং কোম্পানি।

নেটফ্লিক্সের প্রকাশিত ট্রেইলারের শুরুতেই দেখা যায় আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে। যিনি ডিরেক্টর অ্যাকশন বোর্ড হাতে হাজির হন ভিডিওতে।

এরপর একে একে হাজির হন ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিলিয়ান এমবাপ্পে, পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন, ব্রাজিলের নেইমার জুনিয়র, ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচসহ একাধিক বিশ্বসেরা তারকা ফুটবলাররা।

কাতার বিশ্বকাপের লকার রুম থেকে শুরু করে খেলার মাঠ, গুরুত্বপূর্ণ মুহূর্ত, ড্রেসিংরুমের জাঁকজমকপূর্ণ মুহূর্ত, কোচ দ্বারা খেলোয়াড়দের উজ্জীবিত করা, ফুটবল মাঠে দুই প্রতিপক্ষের মধ্যে হাতাহাতি এমনকি ম্যাচ হেরে ফুটবলারদের কান্নায় ভেসে পড়ার মতো দৃশ্যগুলোও জায়গা পেয়েছে ট্রেইলারটিতে।

প্রামাণ্যচিত্রটিতে মেসি, রোনালদো, হ্যারি কেইনসহ একাধিক তারকা ফুটবলার বিশ্বকাপ নিয়ে নিজেদের আবেগ, আকাঙ্ক্ষা ও অনুভূতি প্রকাশ করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে