তেলের দাম কমল প্রায় ২ শতাংশ

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩; সময়: ১০:৫৭ পূর্বাহ্ণ |
তেলের দাম কমল প্রায় ২ শতাংশ

পদ্মাটাইমস ডেস্ক : জ্বালানি তেলবাহী ট্যাংকার জাহাজগুলোর চলাচলের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক রুট লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে প্রায় দুই শতাংশ।

বুধবার প্রতি ব্যারেল ব্রেন্ড ক্রুড তেল বিক্রি হয়েছে ৭৯ দশমিক ৬৫ ডলারে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেল বিক্রি হয়েছে ৭৪ দশমিক ১১ ডলারে।

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, আগের দিন মঙ্গলবারের তুলনায় বুধবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪২ ডলার এবং প্রতি ব্যারেল ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ৪৬ ডলার কমেছে। অর্থাৎ শতকরা হিসেবে উভয় তেলের দাম কমেছে প্রায় ২ শতাংশ।

প্রসঙ্গত, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে থেকে এশিয়ার দেশগুলোতে বাণিজ্যিক জাহাজগুলোর চলাচলের অন্যতম ব্যস্ত রুট লোহিত সাগর।

গত বেশ কিছুদিন ধরে এই রুটে চলাচলরত জাহাজগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ প্রসঙ্গে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধে হামাসের পক্ষ থেকে এসব হামলা চালানো হচ্ছে।

বিশ্বের অন্যতম বড় শিপিং কোম্পানি সিএমএ সিজিএমের কর্মকর্তা ক্যালাম ম্যাকফেরসন জানিয়েছেন হামলার ঝুঁকি এড়ানোর জন্য জাহাজগুলোকে লোহিত সাগরের পরিবর্তে অন্য রুট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, সাগরে ঝড় ও বৈরী আবহাওয়ার কারণে কৃষ্ণ সাগরের রুশ বন্দর নভোরোসিক বন্দর বন্ধ রয়েছে। এই বন্দর থেকেই মূলত রুশ তেলবাহী জাহাজগুলো বাইরের দেশের উদ্দেশে রওনা হয়।

জ্বালানি তেলের বাজার বিশেষজ্ঞারা জানিয়েছেন, হামাস-ইসরায়েল যুদ্ধ যদি অব্যাহত থাকে, তাহলে আন্তর্জাতিক তেলের বাজারে তার সুদূরপ্রসারী প্রভাব পড়বে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে