ঘন কুয়াশায় রেড অ্যালার্ট, গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া নিষেধ

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩; সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ |
ঘন কুয়াশায় রেড অ্যালার্ট, গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া নিষেধ

পদ্মাটাইমস ডেস্ক : ভারতে ঘন কুয়াশার জন্য রেড এলার্ট জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানায়, শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ১০টার মধ্যে গাড়ি নিয়ে রাস্তায় বের না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দর অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় প্রকারের প্রায় ১৩৪টি ফ্লাইট বিলম্ব করেছে। আজও অধিকাংশ ফ্লাইট বিলম্ব করা হবে বলে ধারনা বিমান কর্তৃপক্ষের।

বুধবার সকাল থেকে দিল্লিসহ পুরো উত্তর ভারতের পরিস্থিতি মোটামুটি একই। উত্তর প্রদেশের রাস্তাগুলো ঘন কুয়াশায় ঢাকা পড়ে থাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।

আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে বেশ কয়েকটি গাড়ির সংঘর্ষে একজন নিহত ও আরো ১২ জন আহত হয়েছেন। রাজ্যের বেরেলি এলাকায় বেরেলি-সুলতানপুর মহাসড়ক ধরে দ্রুতগতিতে চলমান একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক বাড়ি ভেঙে ঢুকে পড়েছে।

দিল্লির বায়ুমানের গড় বেশ কয়েক সপ্তাহ তুলনামূলক ভালো থাকার পর হঠাৎ নেমে ৩৮১-তে দাঁড়িয়েছে। বায়ুমানের সূচক অনুযায়ী এটি ‘খুব খারাপ’ অবস্থা। তবে আজ বায়ুমানের কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এর আগে, বুধবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পালাম মানমন্দির দৃশ্যমানতার মাত্রা ১২৫ মিটার নির্ধারণ করা হয়েছে। কিন্তু সফদরজাং মানমন্দির দৃশ্যমানতা মাত্র ৫০ মিটার উল্লেখ করা হয়েছে।

উত্তর প্রদেশের লখনৌ ও প্রয়াগরাজ এবং পাঞ্জাবের পাতিয়ালায় দৃশ্যমানতা ২৫ মিটার রেকর্ড করা হয়েছে আর পাঞ্জাবের অমৃতসরে দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি নেমে গেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে