স্পেনে ১ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩; সময়: ১১:৩৬ পূর্বাহ্ণ |
স্পেনে ১ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

পদ্মাটাইমস ডেস্ক : স্পেনের ক্যাস্টিল এবং লিওন অঞ্চল থেকে ৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে মিলান্দাদিবেউলো ও বার্গোস এলাকায় ১ দশমিক ৮ মাত্রার মৃদু ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩ কিলোমিটার গভীরে।

স্থানীয় সময় শুক্রবার রাত ২টা ৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়। তবে এটি অনেকটাই ক্ষীণ ছিল।

এর আগে, ২০১১ সালের ১১ মে দেশটির দক্ষিণাঞ্চলের লোরকা শহরে আঘাত হানা ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে অনেক ভবন বিধ্বস্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ৮ জন।

মুরসিয়া রাজ্যে আতঙ্কে হাজারো মানুষ ঘরের বাইরে ও সড়কে নির্ঘুম রাত কাটিয়েছেন। ঐ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল অ্যালিকান্তির ১২০ কিলোমিটার দক্ষিণা-পশ্চিমাংশে এবং সমুদ্র উপকূল থেকে ১০ কিলোমিটার গভীরে।

এটি ছিল ৫০ বছরের মধ্যে স্পেনে আঘাত হানা সবচেয়ে প্রলয়ঙ্করী ভূমিকম্প। একই দিন বিকেলের দিকে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার ২ ঘণ্টা পর ফের ভূমিকম্পটি আঘাত হানায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে