গাজায় আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলা, নিহত ২০

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩; সময়: ২:২১ অপরাহ্ণ |
গাজায় আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলা, নিহত ২০

পদ্মাটাইমস ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ এলাকায় কুওয়াইতি হাসপাতালের কাছে আবাসিক একটি ভবনে বিমান হামলা চালিয়েছে হানাদার ইসরায়েল। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেছেন, বিমান হামলায় ২০ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরো ৫৫ জন। হতাহত ব্যক্তিরা সবাই বেসামরিক নাগরিক।

রাফাহ এলাকার আবু ইউসেফ আল-নাজর হাসপাতালের পরিচালক মারওয়ান আল-হামস বলেছেন, এই প্রহসন ও গণহত্যা বন্ধ করুন।

এদিকে বৃহস্পতিবার রাতে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট বলেছে, মাঘাজি শরণার্থীশিবিরের একটি বাড়িতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় তিন ফিলিস্তিনি নিহত ও ছয়জন আহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক সংবাদ সম্মেলনে বলেছেন, তারা হামাসকে পুরোপুরি ধ্বংস করে দিতে চান।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় গাজায় ২১০ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর ইসরায়েলের হামলার পর থেকে গাজায় এখন পর্যন্ত কমপক্ষে ২১ হাজার ৩২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫৫ হাজার ৬০৩ জন। ইসরায়েলে হামাসের হামলায় নিহত হওয়ার সংখ্যা পৌঁছেছে ১ হাজার ১৩৯–তে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে