মান্দায় নির্বাচনী সহিংসতায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর দুইকর্মী আহত

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৪; সময়: ৮:৫৫ অপরাহ্ণ |
মান্দায় নির্বাচনী সহিংসতায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর দুইকর্মী আহত

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় নির্বাচনী সহিংসতায় নৌকা প্রার্থীর এক কর্মী ও স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার পৃথক দুটি স্থানে নির্বাচনী সহিংসতায় তারা আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. নাহিদ মোর্শেদ বাবুর কর্মী রেজাউল ইসলাম (৪০) ও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) ব্রহানী সুলতান মামুদ গামার কর্মী আজিজুল ইসলাম (৫৫)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে জোকাহাটে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামার নির্বাচনী কার্যালয়ে নৌকা প্রার্থীর কর্মী ওসমান আলীর নেতৃত্বে ১০ থেকে ১২জন কর্মী-সমর্থক হামলা চালায়। এসময় হামলাকারীদের মারধরে স্বতন্ত্র প্রার্থীর কর্মী আজিজুল ইসলাম আহত হন। সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের নেতৃত্বে বিজিবির টহলদল ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ সংবাদ ছড়িয়ে পড়লে স্বতন্ত্র প্রার্থী গামার কর্মী-সমর্থকেরা তালপাতিলা বাজারে নৌকা প্রতীকের প্রার্থী নাহিদ মোর্শেদের কর্মী রেজাউল ইসলামের ওপর হামলা চালায়। স্বতন্ত্র প্রার্থীর কর্মী লুৎফর রহমানের নেতৃত্বে মারধরের ঘটনায় নৌকা প্রতীকের কর্মী রেজাউল ইসলাম আহত হন।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এলাকাগুলোতে বিজিবি, র‌্যাব ও পুলিশি টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে