ফজিলতপূর্ণ ১০টি দোয়া

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৪; সময়: ১০:২৪ পূর্বাহ্ণ |
খবর > ধর্ম
ফজিলতপূর্ণ ১০টি দোয়া

পদ্মাটাইমস ডেস্ক : বান্দার জন্য দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এর মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার বিশেষ যোগসূত্র তৈরি হয়। আল্লাহর প্রতি বান্দার আনুগত্য ও তার প্রতি বিশ্বাস প্রকাশ পায়। আল্লাহর প্রতি আস্থাশীলতা এবং তার মহান শক্তির উপর নির্ভরতার প্রত্যয় বান্দার অন্তরে দৃঢ়ভাবে স্থাপিত হয়।

উম্মতের ওপর রাসুলুল্লাহ (সা.) -এর অসংখ্য দোয়ার মধ্যে একটি হলো, তিনি উম্মতকে আল্লাহ তাআলার কাছে চাওয়ার শিক্ষা দিয়েছেন। আমাদের ছোট-বড় সব প্রয়োজন পূরণে আল্লাহর কাছে কীভাবে আমরা আবেদন-নিবেদন পেশ করব তা শিখিয়েছেন। অন্যথায় আমরা হয়তো স্বীয় করণীয় কাজও ঠিক করতে পারতাম না। রাসুলুল্লাহ (সা.) পদে পদে আমাদের দোয়া করার ওপর উদ্বুদ্ধ করেছেন এবং প্রতিটি কাজে স্বতন্ত্র দোয়া শিক্ষা দিয়েছেন।

প্রাত্যহিক দোয়াসমূহের মধ্যে আজ ১০টি দোয়া উপস্থাপন করা হলো-
১। ঘুমাতে যাওয়ার সময় দোয়া- ‏ اَللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

উচ্চারণ : আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।

অর্থ : হে আল্লাহ, আপনারই নামে মরে যাই আবার আপনারই নামে জীবন লাভ করি।
২। ঘুম থেকে ওঠার পরের দোয়া- الحمدُ لله الذي أحيَانَا بَعْدَ مَا أماتَنَا وإليه النُّشُوْر

উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাজি আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।

অর্থ : সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত করার পর পুনরায় জীবিত করেছেন। আর তার দিকেই সবার পুনরুত্থান।
৩। ঘর থেকে বের হওয়ার সময়ের দোয়া- بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ وَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ

উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ : আল্লাহর নামে, আল্লাহ তাআলার ওপরই নির্ভর করলাম, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারো নেই।
৪। টয়লেটে যাওয়ার আগে দোয়া اَللَّهُمَّ اِ نِّىْ اَعُوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবছি ওয়াল খাবায়িছ।

অর্থ : হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই।
অথবা, بِسْمِ اللهِ

উচ্চারণ : বিসমিল্লাহ।

অর্থ : আল্লাহর নামে।
৫। টয়লেট থেকে বের হওয়ার পর দোয়া- ﻏُﻔْﺮَﺍﻧَﻚَ

উচ্চারণ : গোফরানাকা।

অর্থ : (হে আল্লাহ,) আপনার কাছে ক্ষমা চাই।
এভাবেও দোয়া করা যেতে পারে-

غُفْرَانَكَ الْحَمْدُ لِلهِ الَّذِيْ اَذْهَبَ عَنِّيْ الْاَذَى وَعَافَانِيْ

উচ্চারণ : গোফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি।

অর্থ : (হে আল্লাহ,) আপনার কাছে ক্ষমা চাই। সব প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি ক্ষতি ও কষ্টকর জিনিস থেকে আমাকে মুক্তি দিয়েছেন।
৬। মসজিদে প্রবেশ ও বাইরে বের হওয়ার সময়ের দোয়া-

মসজিদে প্রবেশের দোয়া- اللهُمَّ افْتَحْ لِى أَبْوَابَ رَحْمَتِكَ

উচ্চারণ: আল্লাহুম্মাফতাহ লি আবওয়াবা রহমাতিক।

অর্থ: হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।
মসজিদ থেকে বের হওয়ার দোয়া- اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِك

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক।

অর্থ : হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহ প্রত্যাশী।
৭। কাপড় পরিধানের দোয়া- لْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي، وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي

উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাজি কাসানি মা উয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি।

অর্থ : সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে কাপড় পরিয়েছেন, যা দিয়ে আমি লজ্জাস্থান ঢেকে রাখি এবং জীবনে সৌন্দর্য লাভ করি।
৮। খাবার শুরু ও শেষ করার দোয়া-

খাবারের শুরুতে দোয়া- بِسْمِ اللّهِ وَ عَلى بَرَكَةِ اللهِ

উচ্চারণ : বিসমিল্লাহি ও‘আলা বারাকাতিল্লাহ

অর্থ : আল্লাহর নামে তার বরকতের প্রত্যাশায় শুরু করলাম।
খাবারের পরে দোয়া- الحمد لله الذي اطعمنا وسقانا وجعلنا من المسلمين

উচ্চারণ : আলহামদুলিল্লা হিল্লাযী আতআমানা ওয়াসাকানা ওয়াজাআলানা মিনাল মুসলিমীন।

অর্থ : সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন।
৯। ঘর থেকে বের হওয়ার দোয়া- بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ وَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ

উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ : আল্লাহর নামে, আল্লাহ তাআলার ওপরই নির্ভর করলাম, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারো নেই।
১০। স্ত্রী সহবাসের দোয়া- بِسْمِ اللّهِ اللّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَ جَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

উচ্চারণ : বিছমিল্লা-হি আল্লা-হুম্মা জান্নিব-নাশ শাইত্বানা ওয়া জান্নিবিশ শাইত্বানা মা রাজাকতানা।

অর্থ : হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করছি, তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখ। আমাদের এ মিলনের ফলে যে সন্তান দান করবে, তা হতেও শয়তানকে দূরে রাখো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে