রাজশাহীতে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ভোটগ্রহণ

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪; সময়: ৯:৩৭ পূর্বাহ্ণ |
রাজশাহীতে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। রাজশাহীর ৬টি আসনে চলছে ভোটগ্রহণ। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সকালে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছে। তবে শীতের সকালে ভোটারের উপস্থিতি কম। স্থানীয়রা বলছে, ভোর থেকে প্রচুর কুয়াশার জন্য কেন্দ্রে সকাল সকাল ভোটাররা আসতে পারছে না। বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে।

এদিকে সকাল ৮টায় মহানগরীর ৪ নম্বর ওয়ার্ডের জুলফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন রাজশাহী-২ আসনে ১৪ দল মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশা।

নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে রাজশাহীর ছয়টি উপজেলা। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

এবারের নির্বাচনে রাজশাহীর ছয়টি আসনে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজশাহীতে মোট ভোটারের সংখ্যা ২১ লাখ ৭৭ হাজার ৭১৪ জন । ৭৭০ টি ভোটকেন্দ্রের মধ্যে ৩১০ টি ভোটকেন্দ্র ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে