নওগাঁর ৫টি আসনে বিজয়ী হলেন যারা

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৪; সময়: ২:০৭ অপরাহ্ণ |
নওগাঁর ৫টি আসনে বিজয়ী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয় ৫টি আসনের মধ্যে নৌকা তিন ও স্বতন্ত্র দুইজন বিজয়ী হয়েছেন। রোববার রাত ৯ টার দিকে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলা এ ফলাফল ঘোষণা করেন।

নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে ১ লাখ ৮৬ হাজার ৯০০ ভোট পেয়ে নৌকা প্রতিকে সাধন চন্দ্র মজুমদার বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেকুজ্জামান তোতা ট্রাক প্রতিক নিয়ে ৭৬ হাজার ৭২৯ ভোট পেয়েছেন।

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ১লাখ ৩৮হাজার৬৩০ ভোট পেয়ে নৌকা প্রতিকে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছলিম উদ্দিন তরফদার ট্রাক প্রতিক নিয়ে ৫৯হাজার ৭৫২ ভোট পেয়েছেন।

নওগাঁ-৪(মান্দা) আসনে স্বতন্ত্র থেকে ট্রাক প্রতিকে এস.এম ব্রহানী সুলতান মামুদ ৮৫ হাজার ১৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিক নিয়ে নাহিদ মোর্শেদ ৬২ হাজার ১৩২ ভোট পেয়েছেন।

নওগাঁ-৫ (সদর) আসনে ১লাখ ৪হাজার ৬৭১ ভোট পেয়ে নৌকা প্রতিকে ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ ট্রাক প্রতিক নিয়ে ৫২হাজার ৮৮৪ ভোট পেয়েছেন।

নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনে ৭৬ হাজার৭১৭ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমন ট্রাক প্রতিকে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন হেলাল নৌকা প্রতিক নিয়ে ৬৯হাজার৯৭১ ভোট পেয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, জেলার ৫টি আসনে ভোট গ্রহণ হয়েছে।যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯ জন প্রার্থী। ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৬৩ হাজার ১৫৯ জন। ৬৫০ টি কেন্দ্রে ৪ হাজার ১১১ টি কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে