নাটোর-৪ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৭ জন

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৪; সময়: ১:৩৩ অপরাহ্ণ |
নাটোর-৪ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৭ জন

এস,এম ইসাহক আলী রাজু, গুরুদাসপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে ৯ জন প্রতিদ্বন্দ্বি প্রাথীর মধ্যে ৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটের ৮ শতাংশ ভোট না পাওয়ায় এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। জামানত হারানো প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থীসহ জাতীয় পার্টি, তৃনমুল বিএনপি, জেপি, বিএনএম, বাংলাদেশ কংগ্রেস ও স্বতন্ত্র প্রার্থী।

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে মোট প্রার্থী ছিলেন ৯ জন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২০ হাজার ৪৭০ জন। এরমধ্যে প্রদত্ত ভোট ২ লাখ ১৩ হাজার ২৭৩টি, বাতিল ভোট ৩ হাজার ৯১৩টি। মোট বৈধ ভোটের সংখ্যা অনুযায়ী ৮ শতাংশ ভোট হবে ২৬ ,১৭১ ভোট।

আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান এমপি ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী ১ লাখ ১৩ হাজার ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন (ট্রাক) পেয়েছেন ৯০ হাজার ৭৪৮ ভোট।

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ (ঈগল) পেয়েছেন ১ হাজার ২৯১ ভোট, জাতীয় পার্টির আলাউদ্দিন মৃধা (লাঙ্গল) পেয়েছেন ২৮৬ ভোট, তৃণমূল বিএনপির আব্দুল খালেক সরকার (সোনালী আঁশ) পেয়েছেন ৭২ ভোট, জেপির এস এম সেলিম রেজা (বাইসাইকেল) পেয়েছেন ২৫৩ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) গাজী আবু সায়েম রতন (নোঙ্গর) পেয়েছেন ১৪০ ভোট, বাংলাদেশ কংগ্রেসের শান্তি রিবারু (ডাব) পেয়েছেন ২৭৩ ভোট, ও স্বতন্ত্র প্রার্থী সুজন আহমেদ (দোলনা) পেয়েছেন ২ হাজার ৭১৫ ভোট।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে