গাজায় গণহত্যা: আন্তর্জাতিক আদালতে অভিযোগের মুখোমুখি হচ্ছে ইসরায়েল

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৪; সময়: ১২:৫২ অপরাহ্ণ |
গাজায় গণহত্যা: আন্তর্জাতিক আদালতে অভিযোগের মুখোমুখি হচ্ছে ইসরায়েল

পদ্মাটাইমস ডেস্ক : ফিলিস্তিনি ছিটমহল গাজায় হামাসের যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে, বিশ্ব আদালতে দক্ষিণ আফ্রিকার করা এমন অভিযোগের মুখোমুখি হচ্ছে তেল আবিব।

হেগের জাতিসংঘ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত, যা বিশ্ব আদালত হিসেবেও পরিচিত, বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণ আফ্রিকার মামলার বিষয়ে শুনানি করবে। শুনানিতে ইসরায়েল আত্মপক্ষ সমর্থন করার জন্য প্রস্তুত বলে জানিয়েছে রয়টার্স।

ইসরায়েল সরকারের মুখপাত্র ইলন লেভি বুধবার বলেছেন, “আগামীকাল ইসরায়েল রাষ্ট্র আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে উপস্থিত হয়ে দক্ষিণ আফ্রিকার সম্মানহানিকর মিথ্যা অভিযোগ নিরসন করবে। প্রিটোরিয়া হামাসের ধর্ষক শাসনকে রাজনৈতিক ও আইনি আড়াল দিচ্ছে।”

বিশ্ব আদালতের কাছে জরুরিভিত্তিতে ইসরায়েলকে গাজায় তাদের সামরিক অভিযান স্থগিত রাখার আদেশ দেওয়া অনুরোধ করেছে দক্ষিণ আফ্রিকা, শুনানিতে এই বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে। আদালত মামলার গ্রহণযোগ্যতাও বিবেচনা করে দেখবে, তবে এই প্রক্রিয়ায় কয়েক বছর লেগে যেতে পারে।

বুধবার রাতে কলম্বিয়া ও ব্রাজিল দক্ষিণ আফ্রিকার অভিযোগের বিষয়ে তাদের সমর্থন জানিয়েছে।

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলায় ১২০০ জন নিহত ও ২৪০ জনকে জিম্মি করা হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে।

এর প্রতিশোধ নিতে ও জিম্মিদের উদ্ধার করতে ওই দিন থেকেই গাজায় ভয়াবহ আক্রমণ শুরু করে ইসরায়েল। তিন মাসেরও বেশি সময় ধরে চলা তাদের অবিরাম হামলায় গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তিন মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আর ভূখণ্ডটির ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে