দেশে মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের ‘হুব্বা’

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৪; সময়: ১২:৫৩ অপরাহ্ণ |
খবর > বিনোদন
দেশে মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের ‘হুব্বা’

পদ্মাটাইমস ডেস্ক : পশ্চিমবঙ্গের সিনেমা ‘হুব্বা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিম। আগামী ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ব্রাত্য বসু পরিচালিত এই চলচ্চিত্রটি।

একইদিনে মুক্তি পাবে বাংলাদেশেও। এমন ঘোষণা অবশ্য আগেই দিয়েছিল সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এবার তারা জানিয়েছে, বাংলাদেশে মুক্তির অনুমতি পেয়েছে চলচ্চিত্রটি।

শনিবার (১৩ জানুয়ারি) প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে লিখেছে, ১৯ জানুয়ারি, আপনারা দেখবেন ‘হুব্বা’, আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে।

সংবাদমাধ্যম জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, অবশেষে আমরা চলচ্চিত্রটি মুক্তির জন্য অনুমিত পেয়েছি। বাংলাদেশে ‘হুব্বা’ প্রদর্শনীতে আর কোনো বাধা নেই। আশা করি ক্রাইম থ্রিলারভিত্তিক এই ছবিটি দেশের দর্শককে মুগ্ধ করবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘হুব্বা’ সিনেমা। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন হুব্বা।

খুন, মারামারি, মাদক চোরাচালানসহ নানা অপরাধ করতেন তিনি। অসংখ্য মামলার আসামি হুব্বা একপর্যায়ে নির্বাচনেও দাঁড়িয়েছিলেন।

বৈচিত্র্যে ভরা হুব্বা চরিত্রে কাজ করেছেন মোশাররফ করিম। সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশনস। এতে পুলিশের ভূমিকায় আছেন পশ্চিমবঙ্গের অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে