বরখাস্তর পর যে জায়গার কোচ হতে যাচ্ছেন মরিনহো

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৪; সময়: ১২:১২ অপরাহ্ণ |
খবর > খেলা
বরখাস্তর পর যে জায়গার কোচ হতে যাচ্ছেন মরিনহো

পদ্মাটাইমস ডেস্ক : মরিনহোর অধীনে বেশ ভালো সময় কাটিয়েছে রোমা। রোমার ফুটবল ইতিহাসে প্রথমবার কনফারেন্স লিগের শিরোপাও উঠেছে মরিনহোরের অধীনেই। তবে নতুন মৌসুমে খেই হারায় দলটি।

চলতি মৌসুমে ইতালিয়ান লিগ সিরি-আতে ২০ ম্যাচের মধ্যে সাতটিতেই হেরে পয়েন্ট টেবিলে নবম আসর স্থানে অবস্থান করছে রোমা।

দলের এমন বাজে পারফরম্যান্সের দায় এড়াতে পারেনি মরিনহো। এর ফলে রোমা অধ্যায় শেষ হলো মরিনহোর। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে রোমা।

তার বিদায়ের পর গুঞ্জন শুরু হয়েছে, কে আসছেন রোমার ঘরের মাঠ স্ট্যাডিও অলিম্পিকোর হটসিটে। কিংবা মরিনহোই যাচ্ছেন কোথায়!

ক্লাব জানিয়েছে, হোসে মরিনহোকে বরখাস্ত করার পর সীমিত কোচিং অভিজ্ঞতা থাকা ড্যানিয়েল ডি রসিকে রোমার নতুন কোচ নিয়োগ করা হয়েছে।

অপরদিকে মরিনহো যেতে পারেন কোথায় তা নিয়ে ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, আড়াই বছর ইতালির রাজধানিতে থেকে মরিনহো এখন নতুন চাকরির সন্ধান শুরু করেছেন। চেলসি ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ মরিনহোকে পেতে আগ্রহী সৌদি আরবের বেশ কয়েকটি ক্লাব।

মরিনহোকে ধন্যবাদ জানিয়ে রোমা বিবৃতিতে বলে, ‘রোমার হয়ে মরিনহোর নিবেদন ও চেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ। তার সঙ্গে কাটনো মুহূর্ত আমরা সবসময় মনে রাখব। কিন্তু তাৎক্ষণিকভাবে ক্লাবের আগ্রহে বড় পরিবর্তন এসেছে। মরিনহো এবং তার সহযোগীদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি।’

এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যামের ডাগআউট থেকেও বরখাস্ত হয়েছিলেন এই পর্তুগিজ কোচ। রোমার হয়ে বেশকিছু স্মৃতির জন্ম দিয়েছেন মরিনহো। বিশ্ব ফুটবলে ওপরের সারির কোচদের মধ্যে অন্যতম মরিনহো।

স্পেশাল ওয়ান খ্যাত এ তারকা পোর্তো ও ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। এছাড়া চেলসির হয়ে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা ও রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা জিতেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে