যে কারণে ম্যাচ হেরেও আফসোস নেই চট্টগ্রামের

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৪; সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ |
খবর > খেলা
যে কারণে ম্যাচ হেরেও আফসোস নেই চট্টগ্রামের

পদ্মাটাইমস ডেস্ক : বিপিএলের শুরুতে বেশ ভালো ছন্দে ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে আসরের মাঝপথে এসে সেই ছন্দটা হারিয়ে ফেলেছে তুষার ইমরানের শিষ্যরা। গতকাল রাতেও রংপুর রাইডার্সের বিপক্ষে হেরেছে চট্টগ্রাম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের ব্যাখ্যা দিয়েছেন প্রধান কোচ তুষার।

তিনি বলছিলেন, ‘দেখুন প্রথম ১০ ওভারের মধ্যে কিন্তু আমরা ভালো অবস্থানে থাকি। ডেথে গিয়ে আমরা একটু খরুচে হয়ে যাচ্ছি। আমার মনে হয় যে, সময় এতটা কম যে বোলারদের নিয়ে কাজ করাও খুব একটা সম্ভব না।

আজকে একটা খেলা গেল কালকে আরেকটা খেলা এরপর ২ দিন ব্রেক দিয়ে আরেকটা ম্যাচ। স্পেসিফিক জায়গা নিয়ে যদি কাজ করতে চান তাহলে একটু সময় তো দিতে হবে।’

তুষার ইমরানের কাছে সমস্যা দলের ডেথ বোলারদের নিয়ে। হাতে সময়ও পাচ্ছেন না সেটা নিয়ে কাজ করার, ‘আমার কাছে মনে হয় সমস্যাটা এখানেই আমরা ডেথ ওভারে গিয়ে পারছি না। একটু যদি সময় পাইতাম আমার মনে হয় উন্নতি করা যেত।’

এদিকে ম্যাচ হারলেও অত বেশি চিন্তিত নন তুষার। তিনি বলেন, ‘কাদের সাথে হেরেছি সেটা দেখা উচিত আসলে। চ্যাম্পিয়ন টিম, রানারআপ টিম এবারের বিপিএলে রংপুর রাইডার্স আর কুমিল্লা তারপর বরিশাল। আমরা বরিশালের সাথে দুই ম্যাচ জিতেছি এবং এখানে দুইটা ম্যাচ করে হেরেছি, রংপুরের কাছেও হারলাম। কুমিল্লার কাছেও হারলাম।

‘আজকে আমার কাছে মনে হয় একটু বেশি রান হয়ে গেছে, আসলে ১৮৭ রান অনেক। যদি ১৭০-১৭৫ রানের মধ্যে আটকাতে পারতাম তাহলে সম্ভব ছিল। আমরা শুরুটা ভালো করতে পারিনি। যদি শুরুটা ভালো করতে পারতাম তাহলে আমার কাছে মনে হয় আশা থাকত।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে