ভায়েকানোর মাঠে পয়েন্ট খোয়ালো রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৪; সময়: ১০:৩৮ পূর্বাহ্ণ |
খবর > খেলা
ভায়েকানোর মাঠে পয়েন্ট খোয়ালো রিয়াল মাদ্রিদ

পদ্মাটাইমস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচে লিড নিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি লিগ টপাররা। পয়েন্ট টেবিলের ১৪ নম্বর দল রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র করেছে লস ব্লাঙ্কোসরা।

রোববার (১৮ ফেব্রুয়ারি) এস্তাদিও ভাল্লিকাস স্টেডিয়ামে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের হয়ে গোল করেন জোসেলু। ভায়েকানোকে সমতায় ফেরান রল ডি টমাস।

রায়ো ভায়েকানোর মাঠে শুরুতেই লিড পায় রিয়াল মাদ্রিদ। তৃতীয় মিনিটে ফেডেরিকো ভালভার্দের অ্যাসিস্টে গোল করেন জোসেলু। পাঁচ মিনিটের ব্যবধানে আবারও গোলের সুযোগ পেয়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ভিনিসিয়ুস জুনিয়র প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে পড়লে ভায়েকানোর রক্ষণ দেয়ালে নিয়ন্ত্রণ হারান। ম্যাচের ২৪ মিনিটে স্বাগতিকদের পেনাল্টি উপহার দেন কামাভিঙ্গা। স্পটকিক থেকে দলকে ১-১ সমতায় ফেরান রল ডি টমাস।

দ্বিতীয়ার্ধে বারবার আক্রমণ করেও গোলের দেখা পায়নি রিয়াল। দুদলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকে। কিন্তু কাঙ্খিত গোল করতে পারেনি কোনো দলই। ম্যাচের ৮০ মিনিটের মাথায় রিয়ালকে হতাশ করেন ভায়েকানোর গোলকিপার।

টনি ক্রুসের দূরপাল্লার শট ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন দিমিত্রিভিস্কি। অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল ডিফেন্ডার দানি কারভাহাল। ফলে ১-১ সমতায় পয়েন্ট হারায় কার্লো আনচেলত্তির দল।

এ ড্রয়ে ২৫ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে এফসি জিরোনা। মাদ্রিদের দলটির কাছ থেকে ১ পয়েন্ট ছিনিয়ে ২৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে উঠে এসেছে রায়ো ভায়েকানো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে