এবার রকিবের সঙ্গে ভিডিও দিয়ে যে বার্তা দিলেন মাহি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৪; সময়: ২:০৪ অপরাহ্ণ |
এবার রকিবের সঙ্গে ভিডিও দিয়ে যে বার্তা দিলেন মাহি

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি ১৬ ফেব্রুয়ারি ভিডিওবার্তায় নিজের বিচ্ছেদের খবর দিয়েছেন। তবে স্বামী রকিব সরকারের সঙ্গে সংসার ভাঙার খবর জানালেও কারণ স্পষ্ট করেননি এ নায়িকা।

বিচ্ছেদের ঘোষণার পর ফেসবুকে একেক সময় একেক পোস্ট দিয়ে যাচ্ছেন তিনি। তবে রোববার ভোররাতে স্বামী রাকিবের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন মাহি।

ক্যাপশনে লেখেন- যদিও এটি আমাদের মধ্যে শেষ হয়ে গেছে এবং আমি তোমাকে আমার জীবনে ফিরে পেতে চাই না। এই ভালোবাসা আমাদের ইতিহাসের অংশ হয়ে যাবে। মৃত্যুর আগ পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে। শেষে হৃদয়ভাঙার ইমোজি জুড়ে দিয়েছেন অভিনেত্রী।

ভিডিওতে দেখা যায়- সমুদ্রসৈকতের ধারে স্বামীর সঙ্গে বাইকে ঘুরে বেড়াচ্ছেন মাহি।

অন্যদিকে বিচ্ছেদ প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেছেন রকিব সরকার। বলেন, গত বছরের জুন মাস থেকে আমরা আলাদা থাকতে শুরু করেছি। আমি ও মাহি উত্তরার বাসায় আলাদা থাকতাম।

কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আমার মোবাইলে আসা আমারই পরিবারেরই একজনের একটি ‘এসএমএস’ কেন্দ্র করে মাহির মন খারাপ হয়। এর পর সে আমার বাসা থেকে তার মায়ের বাসায় চলে যায়।

তিনি আরও বলেন, মাহি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তাকে একাধিকবার ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। একপর্যায়ে আমি নিজেই মাহির সঙ্গে মায়ের বাসায় উঠি। দুই পরিবারের সদস্যরা মিলেও মাহিকে বোঝাতে পারেনি। একবার বুঝে তো, পরেরবারই উল্টে গেছে।

প্রসঙ্গত, মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল চিত্রনায়িকা মাহির দ্বিতীয় বিবাহ। এই দম্পতি ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্রসন্তান জন্ম দেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে