ভারতে দেখানো হলো বাংলাদেশের হৃদরোগ চিকিৎসা পদ্ধতি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৪; সময়: ১২:১৬ অপরাহ্ণ |
ভারতে দেখানো হলো বাংলাদেশের হৃদরোগ চিকিৎসা পদ্ধতি

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকার মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ক্যাথ ল্যাব থেকে অধ্যাপক ডা. ফজিলা-তুন-নেসা মালিকের নেতৃত্বে একটি জটিল হৃদরোগের চিকিৎসা পদ্ধতি (এনজিওপ্লাস্টি প্রসিডিউর) সরাসরি সম্প্রচার করা হয়েছে ‘ইন্ডিয়া লাইভ’ এর নিউ দিল্লীর মূল সম্মেলন কক্ষে।

যেখানে বিশ্বের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞগণসহ তরুণ চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন।

রোববার (৩ মার্চ) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) শাহজাদী সুলতানা স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইন্ডিয়া লাইভ’ এই উপমহাদেশে কার্ডিয়াক ইন্টারভেনশনের সর্ববৃহৎ কোর্স। ভারতের নিউ দিল্লিতে ২৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ ইন্ডিয়া লাইভ ২০২৪ অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞসহ তরুণ চিকিৎসকেরা অংশ নেন।

সম্মেলনে অংশ নেওয়া হৃদরোগ বিশেষজ্ঞদের প্রশিক্ষণের উদ্দেশ্যে রোববার (৩ মার্চ) ঢাকার মিরপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ক্যাথ ল্যাব থেকে অধ্যাপক ডা. ফজিলা-তুন-নেসা মালিকের নেতৃত্বে একটি জটিল হৃদরোগের চিকিৎসা পদ্ধতি (এনজিওপ্লাস্টি প্রসিডিউর) নিউ দিল্লীর মূল সম্মেলন কক্ষে সরাসরি সম্প্রচার হয়।

এ ঘটনা সমগ্র বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টমহল।

প্রসঙ্গত, ২০০৯ সাল হতে আয়োজকদের আমন্ত্রণে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নিয়মিতভাবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইতালি, ভারত, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের কার্ডিয়াক সম্মেলনে এ ধরনের জটিল হৃদরোগের চিকিৎসা পদ্ধতি সরাসরি সম্প্রচার করার মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে আসছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে