রাবিতে ডিবেটিং ক্লাবের যাত্রা শুরু, নেতৃত্বে বিনীতা-যুথী

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪; সময়: ১:৪৩ অপরাহ্ণ |
রাবিতে ডিবেটিং ক্লাবের যাত্রা শুরু, নেতৃত্বে বিনীতা-যুথী

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেগম খালেদা জিয়া হলে ‘যুক্তির আলোয় আলোকিত হোক অবসর’ প্রতিপাদ্যকে সামনে রেখে হল ডিবেটিং ক্লাব যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (১৯ মার্চ) এই ক্লাবের অনুমোদন দেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড.সৈয়দা নুসরাত জাহান।

কমিটিতে সভাপতি হিসেবে আছেন ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিনীতা বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাম্মী আক্তার যুথী।

এছাড়াও কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সাঈয়্যেদা মোহ্তারিমা মনীষা, যুগ্ম সাধারণ সম্পাদক জুলি আফরিন অনন্যা, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া মুস্তারিন মুন, দপ্তর সম্পাদক শায়লা সুলতানা এবং অর্থ সম্পাদক শারমিন আক্তার রিমঝিম।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড.সৈয়দা নুসরাত জাহান জানান, আমি বিভিন্ন সময় বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন হলের প্রতিযোগীদের উদ্দীপনা দেখলেও আমাদের হলে ডিবেটিং ক্লাব না থাকায় এই ধরনের উদ্দীপনা দেখতে পাইনি।

গত আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় আমি শিক্ষার্থীদের হলে একটি ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার কথা বলি এবং এই ক্লাব প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছি।

আমি আশা রাখছি এই ডিবেটিং ক্লাব সামনে অনেক ভালো কিছু করবে। আর ক্লাবের যেকোন প্রয়োজনে আমাকে তারা পাশে পাবে।

ক্লাবের নব-নির্বাচিত সভাপতি বিনীতা বিশ্বাস বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে মেয়েরা যেকোনো নতুন জায়গায় পদচারণায় ভয় পায়,সংকোচ বোধ করে।

তাই আমাদের মনে হয়েছিল যেখানে আমাদের দিনের বেশিরভাগ সময় কাটে, জড়তা কাটিয়ে ওঠার ধাপটা সেখান থেকেই শুরু হোক। এই চিন্তা থেকেই আমাদের বেগম খালেদা জিয়া হলে বিতর্ক সংগঠন শুরু করার একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমরা করেছি।

পরে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শাম্মী আক্তার যুথী বলেন, আমাদের হলে খেলাধুলা বা বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও বিতর্ক চর্চা সেরকম ছিলো না। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতার জন্য আমাদের হল থেকে প্রতিযোগী পাওয়া যেতো না।

সেই জায়গা থেকে আমরা মনে করেছি আমাদের এই ক্লাবের মাধ্যমে এই সমস্যা অনেকটাই লাঘব হবে। আমরা মনে করছি, বিতর্ক চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে নান্দনিকবোধ বিকশিত হবে এবং শিল্প-সুন্দর, দীপান্বিত এক প্রজন্মের যাত্রা শুরু হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে