২৬ মার্চে সময়মত বিদ্যালয়ে উপস্থিত না থাকা সেই প্রধান শিক্ষককে শোকজ

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪; সময়: ৬:৪৩ অপরাহ্ণ |
২৬ মার্চে সময়মত বিদ্যালয়ে উপস্থিত না থাকা সেই প্রধান শিক্ষককে শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী গোদাগাড়ী উপজেলার প্রসাদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সময়মত পালন ও বিদ্যালয়ে উপস্থিত না হওয়া ও পতাকা উত্তোলন না করা প্রধান শিক্ষক আলফাজ হোসেন কে শোকজ করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আল মামুনের স্বাক্ষরির এই শোকজ নোটিশ প্রদান করা হয়,

শোকজে উল্লেখ করা হয়, আপনি আলফাজ আলী, প্রধান শিক্ষক প্রসাদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গোদাগাড়ী, রাজশাহীসহ আপনার বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ গত “২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” হওয়া সত্বেও বিদ্যালয়ে অনুপস্থিত ও জাতীয় পতাকা অবমাননা করেছেন।

আপনারা সাংবাদিক এবং কর্তৃপক্ষের ফোন পাওয়ার পর অনেক দেরীতে জাতীয় পতাকা উত্তোলন এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করেন। আপনারা জাতীয় দিবসে কেন সময়মত কার্যক্রম পরিচালনা করেননি এবং কেন আপনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করার জন্য উর্ধতন কর্তপক্ষেরে নিকট লিখিতভাবে জানানো হবে না তার সঠিক জবাব আগামী ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে দাখিল করতে বলা হলো।

এই বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, ওই প্রধান শিক্ষককে শোকজ করে আগামী ৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে ব্যবস্থা গ্রহণ করার কথা জানান এই কর্মকর্তা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে