গোদাগাড়ীতে নির্মাণাধীন বাড়িতে তরুণীর রক্তাক্ত লাশ

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪; সময়: ৮:৫০ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে নির্মাণাধীন বাড়িতে তরুণীর রক্তাক্ত লাশ

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম এলাকায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে এক তরুণীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

নিহত তরুণীর নাম সন্ধ্যা রানী (২০)। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা শীশা বাঁশপীর গ্রামের শ্রী হরিলালের মেয়ে।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শীশা বাঁশপীর গ্রামের হরিলাল দাসের ছেলে ফুলবাবু রবি দাস (২৫) ও গোদাগাড়ী উপজেলার লালপুকুর গ্রামের আওয়াল হোসেনের ছেলে আদিল আহমেদ পলক (১৯)।

এদের মধ্যে ফুলবাবু রবি দাস সন্ধ্যা রানীর সৎ ভাই। ফুলবাবুকে নগরীর কর্ণহার মোল্লাপাড়া ও পলককে নগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। তবে ফুলবাবুর স্ত্রী মনতি দাস (২২) পালাতক রয়েছেন।

গোদাগাড়ী থানার ওসি আবদুল মতিন জানান, নির্মাণাধীন বাড়িটি এলাকার পিয়াস নামের এক ব্যক্তির। একসঙ্গে বাড়ির নিচতলা ও দোতলার কাজ চলছে। বাড়িটিতে এখনো কেউ থাকেন না। দোতলার নির্মাণাধীন বাথরুমের ভেতরে তরুণীর লাশটি পড়ে ছিল। লাশের পাশে রক্ত গড়িয়ে গেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) টিম সুরুতহাল প্রতিবেদন তৈরী করার পর লাশ উদ্ধার করা হয়।

ওসি বলেন, গোগ্রাম এলাকায় ফুলবাবু রবিদাস, তার স্ত্রী ও বোন সন্ধ্যা রানী ভাড়া বাড়ীতে থেকে শ্রমিকের কাজ করত। সন্ধ্যা রানী সঙ্গে তার ভাবি ও সৎ ভায়ের ঝগড়া হয়। এরই জের ধরে সন্ধ্যা রানীকে ঘুমের ঔষধ খাওয়ে প্রথমে অচেতন করে। পরে ছুরিঘাতে করে তাকে হত্যা করে বলে গ্রেপ্তারকৃতরা স্বীকারক্তি দিয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে