জয়পুরহাটে হয়ে গেল কোরআনের পাখিদের তিলাওয়াত প্রতিযোগিতা

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪; সময়: ৮:২২ অপরাহ্ণ |
জয়পুরহাটে হয়ে গেল কোরআনের পাখিদের তিলাওয়াত প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে হয়ে গেল কোরআনের পাখিদের তিলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড।কোরআন মুখস্থকরণ, বিশুদ্ধ উচ্চারণ, শাব্দিক অর্থ ও আয়াতের ব্যাখ্যা জানার প্রতি মানুষকে অনুপ্রাণিত করার উদ্দেশ্য নিজ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করেন সাবেকুন নাহার শিখা।কুরআনের পাখিদের উপস্থিতি তেলাওয়াত শুনে মুগ্ধ এলাকাবাসী।

আয়োজক সাবেকুন নাহার শিখা জানান, এবার প্রথম উপজেলা ব্যাপী কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় ৮ টি ইউনিয়ন ও একটি পৌর সভায় প্রায় একহাজার প্রতিযোগি অংশ নেই। এদের মধ্যে ফাইনালিস্টের জন্য ৩০ জন প্রতিযোগি উত্তির্ন হয়। বাছাই করার মাধ্যমে ৩ জন প্রতিযোগিকে ১ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

তিনি আরও জানান,পবিত্র মাহে রমজান উপলক্ষে এ আমি চিন্তা করেছি যে প্রায় সময় উপজেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, কিন্তু কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা হয় না। তাই এ ক্ষুদ্র প্রয়াস।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে