সৌদির সঙ্গে মিল রেখে শিবগঞ্জে ঈদের নামাজ আদায়

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৪; সময়: ৪:২৩ অপরাহ্ণ |
সৌদির সঙ্গে মিল রেখে শিবগঞ্জে ঈদের নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : প্রতিবারের মতো এবারো সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কয়েকটি গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তরবিঘি গ্রামে আমবাগানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন এলাকার প্রায় শতাধিক মুসল্লি।

ঈদ জামাতের আয়োজকরা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা কয়েক বছর ধরে ঈদ জামাতের আয়োজন করে থাকেন। এতে বিনোদপুর, শ্যামপুর ও শাহাবাজপুরসহ বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেন।

ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন মাওলানা মোজাম্মেল হক। ইমাম মোজাম্মেল হক বলেন, পৃথিবীর যেকোনো জায়গায় চাঁদ দেখা গেলেই আমরা রোজা ও ঈদ উদযাপন করি।

যদি কোনো মুসলিম চাঁদ দেখতে পাই তাহলে রোজা রাখতে হবে এবং একই নিয়মে ঈদের নামাজ আদায় করতে হবে। যেহেতু পৃথিবীর আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এজন্য আজ ঈদ উদযাপন করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বিনোদপুর ইউনিয়নে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সেখানে নিরাপত্তার স্বার্থে ও যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই পুলিশ পাঠানো হয়েছিল। শান্তিপূর্ণভাবে ঈদের জামায়াত অনু্ষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক আশরাফুজ্জামান জানান, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে দেশের অনেক জায়গায় রোজা ও ঈদের নামাজ আদায় করেন কিছু মানুষ। এরই ধারাবাহিকতায় কিছু মানুষ এবারও ঈদের নামাজ আদায় করেছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে