শিক্ষিকাকে যৌন হয়রানি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রিমান্ডে

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪; সময়: ১:৫৭ অপরাহ্ণ |
শিক্ষিকাকে যৌন হয়রানি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রিমান্ডে

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে বেসরকারি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রশি কামালের (৪০) চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালতে আসামিকে উপস্থিত করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে অনলাইনে উত্যক্ত ও ধর্ষণের হুমকির অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে ঢাকার পল­বী থানায় মামলা করেন ওই ভুক্তভোগী নারী।

এজাহারে সূত্রে জানা যায়, ২০২৩ সালের আগস্টে বাদীর একটি গবেষণা ইন্দোনেশিয়ান জার্নাল অব সোশ্যাল রিসার্চ নামক জার্নালে প্রকাশিত হয়। গত ১৭ মার্চ ভুক্তভোগীর ইমেইলে প্রকাশিত গবেষণাপত্রটি চেয়ে রশি কামাল তার মেইল হতে অনুরোধ করেন।

পরে যৌথভাবে গবেষণা করার আগ্রহ প্রকাশ করেন। তবে তার গবেষণাগুলো ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত হওয়ায় ভুক্তভোগী তার সঙ্গে কাজ করতে আগ্রহী না হলে স্কাইপিতে ভিডিও কলে কথা বলার জন্য বার বার অনুরোধ করেন।

ভুক্তভোগী ভিডিও কলে কথা বলতে রাজি না হলে তিনি ২৯ মার্চ রাতে ফোন দেন এবং যৌন হয়রানিমূলক কথাবার্তা বলে ফোন রেখে দেন। এরই ধারাবাহিকতায় ৭ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে আসামি হোয়াটসঅ্যাপ নম্বর হতে অশ্লীল যৌন হয়রানিমূলক কথাবার্তা বলে ধর্ষণের হুমকি দেন। এসময় হোয়াটসঅ্যাপে পর্নো ছবিও পাঠান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে