বাগমারায় মনোনয়ন ফরম দাখিল করলেন অধ্যাপিকা শাহিনুর খাতুন

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪; সময়: ৩:৩১ অপরাহ্ণ |
বাগমারায় মনোনয়ন ফরম দাখিল করলেন অধ্যাপিকা শাহিনুর খাতুন

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করছেন মচমইল ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপিক শাহিনুর খাতুন।

শনিবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদের হাতে মনোনয়ন ফরম দাখিল করেন শাহিনুর খাতুন। তিনি বাগমারা উপজেলা যুব মহিলা লীগের দুই মেয়াদে সভাপতি।

মনোনয়ন ফরম দাখিলকালে শাহিনুর খাতুনের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যোগীপাড়া ইউনিয়ন মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ইসরাত জাহান বিউটি, উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি কহিনুর বেগম, মাড়িয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি সুফিয়া বেগম, সাধারণ সম্পাদক আঞ্জুয়ারা বেগম, বড় বিহানালী ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক কবরী ইয়াসমিন, উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলরুবা, শুভডাঙ্গা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি রজুফা বেগম, আউচপাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মালতি বেগম, তাহেরপুর পৌর যুব মহিলা লীগের সভাপতি দুলালী বেগমসহ নেতৃবৃন্দ।

শাহিনুর খাতুনের পিতার হাত ধরেই ছাত্র রাজনীতিতে নাম লেখায়। শাহিনুর খাতুনের পিতা মচমইল ডিগ্রী কলেজের অধ্যাপক মরহুম জামাল উদ্দিন শেখ। তিনি তৎকালীন বাগমারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

দলের প্রতি ভালোবাসা আর পিতার আদর্শ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজশাহী বিশ^বিদ্যালয়ে তাপসী রাবেয়া হলের ছাত্রলীগের সক্রিয় নেত্রী ছিলেন।

গত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও সহকারি অধ্যাপক শাহিনুর খাতুন।

শাহিনুর খাতুনের বাড়ি সৈয়দপুর-মচমইল গ্রামে। দ্বিতীয় বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার লক্ষ্যে সকলের নিকট দোয়া ও সমর্থন চেয়েছেন তিনি। সহকারি অধ্যাপক শাহিনুর খাতুন দীর্ঘ সময় ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে ঘুরে লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করে আসছেন।

এছাড়াও গত নির্বাচনে সামান্য ভোটে পরাজিত হলেও এবার বিপুল ভোটে বিজয়ের আশা করছেন তিনি। এরই মধ্যে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে সবার মাঝে পরিচিতি পেয়েছেন শাহিনুর খাতুন।

মনোনয়ন ফরম দাখিল শেষে সহকারি অধ্যাপক শাহিনুর খাতুন বলেন, আমি রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহণ করেছি। ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত।

চাকরীর পাশাপাশি রাজনীতির মাধ্যমে উপজেলাবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছি। গত নির্বাচনে সামান্য ভোটে পরাজিত হয়েছি।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি আবারও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। জনগণ আমার সঙ্গে আছে। আমি আশাবাদী উপজেলাবাসী আমাকে বিপুল ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে