ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ৬১ বিলিয়ন ডলারের সামরিক সাহায্য

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪; সময়: ১২:০৭ অপরাহ্ণ |
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ৬১ বিলিয়ন ডলারের সামরিক সাহায্য

পদ্মাটাইমস ডেস্ক : রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ৬১ বিলিয়ন ডলারের নতুন সামরিক সাহায্য দিতে যাচ্ছে।

এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ শনিবার (২০ এপ্রিল) একটি বিল অনুমোদন করেছে। খুব শীঘ্রই এই সাহায্য তারা পাঠাতে শুরু করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সাহায্যের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বলেছেন, “গণতন্ত্র এবং স্বাধীনতা সব সময়ই একটি বৈশ্বিক গুরুত্বের বিষয়। আর আমেরিকা যতদিন একে রক্ষার জন্য সাহায্য করবে ততদিন এটি ব্যর্থ হবে না।“

তিনি আরও জানান, এই সাহায্য যুদ্ধকে আরও বিস্তৃত করবে, সেই সঙ্গে হাজারো মানুষের জীবন রক্ষা করবে।

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে প্রতিক্রিয়া প্রকাশ করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “সাহায্যের নামে আমেরিকার এমন প্যাকেজ যুক্তরাষ্ট্রকে আরও ধনী করবে, ইউক্রেনকে আরও ধ্বংসের দিকে নিয়ে যাবে এবং সেই সঙ্গে ইউক্রেনের আরও অনেক বেশি নাগরিকের মৃত্যুর কারণ হবে।“

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক সেনা অভিযান শুরু করে। এ যুদ্ধে এ পর্যন্ত হাজার হাজার মানুষ, যার মধ্যে অধিকাংশই দুপক্ষের সৈন্য, নিহত হয়। ইউক্রেনের লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে