মোহনপুরে হেরোইন ও টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪; সময়: ১১:০২ পূর্বাহ্ণ |
মোহনপুরে হেরোইন ও টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে হেরোইন ও টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ এনামুল হক (৪২) মৌগাছি ইউপি’র মাটিকাটা দক্ষিণপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যার পরে মোহনপুর থানার অফিসার ইনচার্জ হরিদাস মন্ডলের নির্দেশে এসআই দেবাশীষ নন্দী ও এএসআই জোবায়ের আলম তার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মৌগাছি ইউপি’র মাটিকাটা সীমাকোলা এলাকায় মাদককারবারি এনামুলের পথরোধ করে তার কাছ থেকে সাড়ে ৫ গ্রাম হেরোইন ও ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসামী এলাকায় দীর্ঘদিন যাবত গাঁজা, হেরোইন ও টাপেন্টাডল ট্যাবলেটের ব্যবসা করে আসছিল বলে জানান এলাকাবাসী।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ হরিদাস মন্ডল বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে