কচুয়ায় রাস্তা নির্মাণ নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪; সময়: ৩:২০ অপরাহ্ণ |
কচুয়ায় রাস্তা নির্মাণ নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও আলোচনার ঝড় বইছে।

সরেজমিনে জানা যায়, ভূঁইয়ারা-বক্সগঞ্জ সড়কের নতুন রাস্তার নির্মানের কাজ চলছে। ভূঁইয়ারা খাল পাড় এলাকায় কবরস্থানের পাশ দিয়ে রাস্তা বয়ে যায়।

কিন্তু একটি কুচক্রী মহল প্রভাব খাটিয়ে কবরস্থানের উপরে রাস্তা খনন করা হচ্ছে এমন তথ্য ফেসবুকে অপপ্রচার চালায়। প্রকৃত পক্ষে রাস্তার পূর্ব পাশে কবরস্থান রয়েছে। তবে কবরস্থানের পাশ দিয়ে রাস্তা খনন করা হয়েছে।

স্থানীয় কয়েকজন জানান, ফেসুবকে যে অপপ্রচার ছড়িয়েছে তা মিথ্যা ও বানোয়াট। কোনো কবরস্থানের উপর দিয়ে রাস্তা নেয়া হচ্ছে না। কাজের ঠিকাদার কবরস্থানের পাশে দিয়ে রাস্তা খনন করা হয়েছে। যারা এমন মিথ্যা তথ্য ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

যুবলীগ নেতা বলেন, প্রকৃত খবর না জেনে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়েছে। রাস্তার পশ্চিম পাশে আমার জায়গা রয়েছে। রাস্তার করার সুবাদে আমি অনেক জায়গা ছেড়ে দিয়েছে।

অথচ কবরস্থান সরকারি হালটের মধ্যে রয়েছে বলেও তিনি দাবি করেন। যারা ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের আইনের আওতা আনার দাবি জানাই।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে