সিরাজগঞ্জে ছাত্রলীগের কর্মী সমাবেশ

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪; সময়: ১১:০৪ পূর্বাহ্ণ |
সিরাজগঞ্জে ছাত্রলীগের কর্মী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আশিফ ইনান বলেছেন, মাদক নির্মূলে ক্যাম্পেইন বাল্যবিবাহ প্রতিরোধসহ ছাত্রলীগ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করবে।

এছাড়া যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতা যেতে চায়, তাদেরকেও প্রতিরোধ করবে। মেধা ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্মার্ট বাংলাদেশ গঠন ও বেকার সমস্যা দূরীকরণের কাজ করবে আগামীতে এমন ছাত্রলীগ গঠন করতে হবে।

পদ-পদবী ব্যবহার করে কোন দুর্নীতি বা চাঁদাবাজির সাথে জড়িত হবে না। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ সুনাম অক্ষুন্ন রাখবে।

শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হাতিয়ার হিসেবে কাজ করতে হবে। তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন উপলক্ষে সোমবার বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার ষ্টেশন মুক্তির সোপানে কর্মী সভায় এসব কথা বলেন।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড: কে, এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী, তানভীর শাকিল জয়, ডা: আব্দুল আজিজ, চয়ন ইসলাম, সাবেক সচিব কবির বিন আনোয়ার, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ত্রান বিষয়ক সম্পাদক সীমান্ত লোদী, প্রমুখ বক্তব্য রাখেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে