বাগাতিপাড়ায় আগুনে গোবাদি পশুসহ ১২ ঘর পুড়ে ছাই

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪; সময়: ১১:২৫ পূর্বাহ্ণ |
বাগাতিপাড়ায় আগুনে গোবাদি পশুসহ ১২ ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় মধ্যরাতে লাগা আগুনে ছয় পরিবারের ১২টি ঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে ছাই হয়েছে ১০ টি গোবাদি পশুসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল।

সোমবার রাত ৩টার দিকে উপজেলার পাকা ইউনিয়নের চিথলিয়া গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দয়ারামপুর ও লালপুর ফায়ার স্টেশন কর্মীরা প্রায় ৩ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

দয়ারামপুর ফায়ার স্টেশন ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে চিথুলিয়া গ্রামের সোহেলের বাড়িতে আগুন লাগে। মহুর্তে ওই আগুন পাশের বিরামউদ্দিন, মধু মন্ডল, সারজানা, হিরা, সাবান এবং সুজনের বাড়িতে ছড়িয়ে পড়ে।

আগুনে নগদ অর্থ, ৩ টি গরু ও ৭টি ছাগলসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ১২ টি ঘর ভস্মিভুত হয়। খবর পেয়ে প্রথমে দয়ারামপুর এবং পরে লালপুর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ৩ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থ সেহেল জানান, কখন আগুন লেগেছে আমরা টের পাইনি। সকলেই ঘুমিয়ে ছিলাম। তার পাঁচ বছর বয়সী মেয়ে আগুন দেখে দাদির চুল ধরে টানতে থাকে। ঘুম ভেঙ্গে গেলে মা বাহিরে এস আগুন দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে সকলেই জেগে উঠে আগুন নেভানোর চেষ্টা করে।

এসময় খবর পেয়ে বাগাতিপাড়ার দয়ারামপুর ও লালপুরের ফায়ার স্টেশন কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তারা প্রায় ৩ ঘন্টার চেষ্টার আগুন নেভাতে সক্ষম হয়।

কিন্তু ততক্ষণে সব পুড়ে শেষ হয়ে যায়। কিভাবে আগুন লাগে তা বলতে পারেননা। আগুনে ছয়জনের ১২টি ঘরসহ ১০টি গোবাদিপশুসহ ৫ লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

দয়ারামপুর ফায়ার স্টেশনের সাব-অফিসার ফজলুর রহমান জানান, গরু ঘরে মশা তাড়ানোর জন্য শুকনো গোবরে (ঘুঁটে) আগুন জ্বালানোর ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে আমরা এবং লালপুর ফায়ার সার্ভিস টিম এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে তাদের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে