রাজশাহীতে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ ৩

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪; সময়: ২:৪৭ অপরাহ্ণ |
রাজশাহীতে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ ৩

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার চরশ্যামপুর এলাকায় পদ্মা নদীতে গোলস করতে নেমে তিন কিশোরের মৃত্যু হয়েছে। নিহত তিনজনের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে তারা গোসল করতে নেমে নিখোঁজ হয়। বেলা পৌনে ৩টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

মৃতরা হলেন, কাটাখালি পৌরসভার ৫ নং ওয়ার্ডে বাখরাবাজ দক্ষিণপাড়ার রেন্টুর ছেলে যুবরাজ (১২), নুর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৪) ও লিটনের ছেলে আরিফ (১৪)। তারা তিনজনের মাদ্রাসার ছাত্র।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, এক সঙ্গে সাতজন গোসলে নামলে যুবরাজ ডুবে যায়। তাকে উদ্ধারে গিয়ে নুরুজ্জামান ও আরিফ ডুবে গিয়ে নিখোঁজ হয়।

তিনি বলেন, দেড়টার দিকে আমারা খবর পেয়ে ঘটনাস্থালে যায়। পরে ডুবরি দল ওই এলাকায় তল্লাশী চালায়। এর পর ২টার থেকে পৌনে ৩টার মধ্যে এক এক করে তিনজনের লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত রোববার রাজশাহীর কাশিয়াডাঙ্গা থঅনার হাড়ুপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি এবং একই এলাকার শাহিন হোসেনের ছেলে মনির হোসেন। বাপ্পি রাজশাহী কোর্ট একাডেমি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। আর মনির থাই মিস্ত্রি।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে