এনায়েতপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৪; সময়: ১:১০ অপরাহ্ণ |
এনায়েতপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : রোদের প্রচন্ড তাপদহে অসহনীয় দুর্ভোগ হতে বাঁচতে সিরাজগঞ্জের এনায়েতপুরে মুসুল্লীরা সালাতুল ইসতিসকার নামাজ আদায় করে বৃষ্টি জন্য দোয়া প্রার্থনা করেছেন।

শনিবার দুপুরে এনায়েতপুর হার্ট চত্বরে এ নামাজ আদায় করা হয়। এনায়েতপুর হাট জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মুফতি আলমগীর হোসেন এ নামাজের ইমামতি করেন।

নামাজ শেষে মোনাজাতে ধর্মপ্রাণ মুসুল্লিরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বৃষ্টির জন্য আকুতি জানান।

এনায়েতপুর হাট জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন ব্যাপারী, যুগ্ম সম্পাদক আব্দুল মতিন মেম্বার, খোরশেদ আলম সরকারসহ কমিটির অন্যান্য সদস্যরা এই নামাজের আয়োজন করে।

মুসুল্লীরা জানান, আমাদের এলাকাসহ সারা দেশে প্রচন্ড তাপদাহের কারণে মানুষ ও পশুপাখি অতিষ্ঠ। বৃষ্টির অভাবে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকুপ ও সেচ যন্ত্র দিয়ে পানি উঠছে না।

ফলে ইরি-বোরোসহ সকল আবাদ ব্যাহত হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে এই নামাজ আদায় করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে